Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
লোহাগাড়ায় ডিজিটাল সেন্টারের ১১বছরের পূর্তি উদযাপন
বিস্তারিত

লোহাগাড়ায় ডিজিটাল সেন্টারের ১১বছরের পূর্তি উদযাপন:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসন উদযাপন করেছে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ১১ বছর তথা জনগণের দোরগোড়ায় সেবার ১১ বছর পূর্তি।

এরই লক্ষ্যে ১১ নভেম্বর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে কেক কাটার মধ্যে দিয়ে এ ডিজিটাল সেন্টারের ১১বছর পূর্তি উদযাপন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু।

উদযাপন অনুষ্ঠানে এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলাম, আধুনগর ইউপির চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন,উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মুুহাম্মদ আবদুল হামিদ বেঙ্গল, লোহাগাড়া সদরের সেক্রেটারি ওয়াকিল আহমেদ, কলাউজানের সেক্রেটারী মুহাম্মদ মোজাফ্ফর আহমদ, বড়হাতিয়ার সেক্রেটারী মুহাম্মদ আবদুল মালেক, পদুয়ার সেক্রেটারী মুহাম্মদ আনোয়ার হোসাইন, পুটিবিলার সেক্রেটারী সুকান্ত দাশ, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিএ মুহাম্মদ ইলিয়াছ রুবেল, লোহাগাড়া ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মুহাম্মদ আরিফুল ইসলাম, লোহাগাড়া সদর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মুহাম্মদ সাইফুদ্দিন, কলাউজান ইউপির উদ্যোক্তা মুহাম্মদ হেলাল উদ্দিন, পদুয়া ইউনিয়নের উদ্যোক্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন, বড়হাতিয়ার উদ্যোক্তা শিবানন্দ রুদ্র, চরম্বার উদ্যোক্তা আবু আহমদ, পুটিবিলার উদ্যোক্তা এরশাদুল হক, চুনতির উদ্যোক্তা মুহাম্মদ জাকারিয়া, আমিরাবাদের উদ্যোক্তা মুহাম্মদ সাইফুল ইসলাম, আধুনগরের উদ্যোক্তা মুহাম্মদ আবুল কাসেম।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মাধমে ২০৪১ বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধশালী দেশ, যা ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্মলালিত স্বপ্ন।ডিজিটাল বাংলাদেশ আজ স্বপ্ন নয়, এক বাস্তবতা। তিনি বলেন, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে তৃণমূলে জনগণ আজ সরাসরি উপকার পাচ্ছেন।ইউনিয়ন ডিজিটাল সেন্টার স্থাপন জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক দূরদর্শী ও যুগান্তকারী পদক্ষেপ বলেও তিনি জানান।

 

উল্লেখ্য, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে ডিজিটাল সেন্টারে ২৭০টির বেশি সেবা দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- জমির পর্চা, নামজারি, ই-নামজারি, পাসপোর্টের আবেদন ও ফি জমাদান, জন্ম ও মৃত্যুনিবন্ধন, নাগরিক সনদ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, হজ রেজিস্ট্রেশন, সরকারি সেবার ফরম, টেলিমিডিসিন, জীবন বীমা, বিদেশে চাকরির আবেদন সহ অন্যান্য সেবা।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
11/11/2021
আর্কাইভ তারিখ
30/11/2021